ইচ্ছে

 ইচ্ছে

ইচ্ছে, সে তো হিসাবের জন্ম থেকেই বিদ্রোহ করে নিজেকে মেলে ধরেছে আগে।
বাঁধনহীন হৃদয়ের মরুভূমিতে একমাত্র আলো সে।
ইচ্ছে হলো বাঁধ না মানা জলোচ্ছ্বাস,
আনন্দের আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ, রূপকথার বাল্যসখা, মন কেমনে একমাত্র চাঁদের আলো।
সে কথা শোনে না, মানে না বারণ কারও।
ইচ্ছে ভারী চঞ্চল, বাঁধা না মানা আনন্দের দক্ষিণ বাতাস যা বিনা প্ররোচনায় মানুষের হৃদয়ে অনুভূতির রোমাঞ্চ জাগিয়ে তোলে।
ছোটবেলায় খুব সখ্য ছিল ইচ্ছের সাথে।
সবসময় যেন তাকে ছাড়া জীবন অচল।
হৃদয়ের বাড়িতে তার ছিল অগাধ প্রবেশ।
"ইচ্ছে" হলেই উড়ে যেতে তেপান্তরে,
রূপকথার সেই ঝলমলে প্রাসাদে একেবারে।
পাখি দেখলে ইচ্ছে কে ডেকে বলতাম, দেখ আমিও উড়বো একদিন ওদের সাথে।
দেখিস তখন দাঁড়িয়ে আর আমার জন্য গ্রিটিংস রাখিস হাতে।
ইচ্ছে এখন অনেক দূরে, অনেক অভিমান
আমিও তাই দূরেই থাকি, হয়েই ম্রিয়মান।
ইচ্ছের এখন নানা বন্ধু, এদিকসেদিক থাকে
আমি তাই বাস্তবতায় ডুব দিয়েছি ফাঁকে
সময় বুঝে ইচ্ছে, সেও একদিন স্তিমিত হয়
রাগ করে না আর,
জানি দুজন ভিন্নগ্রহী, জুটি হওয়া ভার।
ইচ্ছে এখন ভিন্নগ্রহে, খোঁজ মেলে না তার
আমি শুধুই হা পিত্যেস, বাস্তবতার কারাগার।
ইচ্ছে, তুমি আবার এসো, বেরঙীন এই জীবনে
বাঁধনভাঙা আনন্দ বজায় রেখো মনে।

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Post a Comment (0)

নবীনতর পূর্বতন