বুধবার, ২০ মার্চ, ২০২৪

বসন্তের বিলাপ


শীত যাবে, বসন্ত আসিবে নীরবে।
তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে,
তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে,
রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে। 
বসন্ত যাবে গ্রীষ্ম আসে তীব্রতর স্বরে,
গাছ তার স্বরূপ হারায়
মাথা নত হয় কালবৈশাখীর জোরে,
তবু বৃক্ষ স্বপ্ন দেখে,
শান্ত ছায়ায় বসবে দুজন ক্লান্তির অবসরে।

প্রথম পর্ব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular