বিষন্নতার খেলা

সবসময় সবকিছু পাওয়া যায়না। 

পাওয়ার যোগ্য হয়ত, তবু দুর থেকে দেখতে হয়। 

এইরকমই দেখতে দেখতে, বসন্তের চাদর ঠেলে, গ্রীষ্মের দাবদাহে জলাশয়ের এক নিমিত্ত জলকণা হয়ে আছি। 

জলকনাও একদিন শুকিয়ে যাবে, বা কোনো তৃষ্ণার্ত প্রাণের স্বল্প পরিসরের সন্তোষ লাভ হবে।

বসন্তের সদ্য জন্ম নেওয়া সবুজ পাতা যেমন,

প্রাণের উৎসব পালন করে 

আবার হয়তো, ক্ষনিকের তরে কারও ক্ষুদার গ্রাসে

মর্মর ধ্বনির ন্যায় মিশিয়ে যাবে।।

বৃষ্টির কনা কি জানে, সমস্ত কনা মিলে

বাধ ভেঙে দিতে পারে একদিন।

ইচ্ছের প্রবল বেগ, কালবৈশাখী ঝড়ে 

হাত মেলালেও, চুর্ন বিচূর্ণ স্মৃতি এক নিমেষে

অঝোরে ঝরে শান্ত করে দেই বিক্ষিপ্তটাকে।।

এ যেন পাহাড়ি রাস্তা, হঠাৎ মেঘের খেলা

না পাওয়া গেলে, দুঃখ ছাড়া ভীষন কান্নার গোধুলিবেলা। 

0 تعليقات

إرسال تعليق

Post a Comment (0)

أحدث أقدم