প্রেমিকা
আমার প্রেমিকা বড্ডো মোহময়ী। তার রূপ আর ব্যবহার কোনোদিনও বুঝতে পারি না। কখনো অভিমান করে থাকে আবার সে খুশি হয়ে জড়িয়ে ধরে। তার গম্ভীরতা আমায় ব্যাকুল করে তোলে। যেন, কতদিন মন খারাপ করে আমার সাথে দূরে থাকতে চাইছে।
আমার প্রেমিকা বড্ডো বেখেয়ালি। মনের কোনে জমিয়ে রাখা অনুভূতি যে কখন আমায় অবসন্ন করে দেয় তা টের পাই না। আবার ক্ষনিক সময়ের অবকাশে নিজেকে পাল্টে এক শিশুর মতো অনাবিল আনন্দ মেতে ওঠে।
আমার প্রেমিকার হার না মানা জেদ। সমুদ্রের গভীরতাকেও নত হতে হয় তার পরিশ্রমের কাছে। ইচ্ছের ডানা গুলো সর্বদা যেন আকাশের দিকে চলতে থাকে।
আমার প্রেমিকা একটু আলগোছে। মেঘেদের সাথে মিশে সৌন্দর্যের প্রকটতা কমিয়ে জানালার ধারে বসে ভবিষ্যতের কথা লেখে। আর বর্তমানের স্মৃতিতে ঝরে যাওয়া বসন্তের পাতা রাখে।
সে এক সাধারণ খুবই সাধারণ। শিউলি ফুলের শুভ্রতা নিয়ে সাধারণ সময়কে এক বিশেষ সময়ে পরিবর্তন করে। গোলাপের রূপদিয়ে ভারাক্রান্ত মনকে সতেজ করে। জুঁই ফুলের সুবাসের মতো হৃদয়কে পুষ্ট করে প্রতিক্ষণে।
আমার প্রেমিকা এক সাধারণ মানুষ।
إرسال تعليق