আমাদের আর কথা হবে না।
ফুলের কুঁড়ি যেমন ছোট থেকে বড়ো হ্য়ে ওঠে,
বা বড়ো ফুল যেমন সময়ের সাথে ঝরে যায়,
কুঁড়ি ফুল নীরবে দেখে ঝরে পড়া,
প্রস্ফুটিত ফুলও স্মৃতি নিয়ে মিশায়ে যায় ভূমিতে।
আমাদের আর কথা হবে না,
বিচ্ছেদের তীব্র কষ্ট নয়, দুঃখের অনুভব নয়
চোখের সামনে অনুভবের বেদনা যেন,
চা পাতা আর ছাওয়া দেওয়া গাছের সম্পর্কে ছিন্ন হবে।
পাহাড়ি নদী যতই খরস্রতা আর সাহসী হোক,
তবু তার উৎস স্থলে ফিরে যেতে পারে না,
সেইরকমই হৃদয়ের ছোঁয়াচে রোগে,
আমাদের আর কথা হবে না।
ফুলের তোড়ায় চিরকুট লুকিয়ে রেখে
তোমার বাঁধ ভাঙ্গা উচ্ছাস দেখে মনকে
এক লহমায় রোমিও- জুলিয়েট ভাবা যাবে না।
ভোরে সবে ফুটেছে জুঁই,সূর্যমুখীর মুখ ভার তখনও
সেই ফুল নিয়ে ছুটছি যখন তোমার কাছে,
তখন দেখি, রাত্রের রজনীগন্ধা তোমার কোলে।
কেউ পেয়েছিল ফুলের গন্ধ, গতিবেগ পেয়েছিল পদতলে।
তুমি আবারো উচ্ছ্বসিত, আনন্দে টকটকে লাল,
আমার সূর্য মুখ বেঁকিয়ে, হেরেছে ধৈর্যের হাল।
আমাদের কথা হবে না আর,
একরাশ হাহাকার
মরুভূমি যেন আরও শুষ্ক হবে,
পাহাড় আমার গল্প শুনে শুধুই নির্বিকার।