মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

তুমি যেন বিরহের ভায়োলিন

পাহাড় আছে, রাস্তা আছে, 

চারিদিকে সৌন্দর্য আছে।

অরণ্যের উন্মাদনা আছে, 

পাখিদের ব্যস্ততা আছে।


তবু তুমি ছাড়া কেন 

রোদমাখা সকাল ম্লান হয়ে যায়?


বৃষ্টির গন্ধ আছে, 

বাতাসের উল্লাস আছে,

সবুজের উজ্জ্বলতা আছে, 

দুর্গমের ভয়ংকর রূপ আছে,


তবু তোমার অনুপস্থিতি 

বিরহের ভায়োলিন হয়ে যায়?


বেঁচে থাকার আনন্দ আছে, 

একাকিত্বের অনুভূতি আছে,

দুঃখের উৎযাপনের সম্ভবনা আছে, 

কেঁদে সুখ পাওয়া আছে,


তবু কেন ভরা ক্ষেতে হাহাকার 

করে সূর্যের দাপট?


নদীর স্রোত আছে, 

ঝর্ণার উদ্দামতা আছে,

বর্ষার সিকত্তা আছে,

ঝরে যাওয়া পাতার গল্প আছে।


কেন পরিপূর্ণ বাধা পায় 

নিমেষে হয়ে যায় ধুধু প্রান্তর?


------সুমিত

বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular