সোমবার, ৩ অক্টোবর, ২০২২

 আমার একটা পাহাড় চাই

 হ্যাঁ আমার একটা পাহাড় চাই। যে পাহাড়ের মালিক হবো আমি। আমার সব কিছু নিয়ে নাও, এমনকি আমার সাধের ছোট নদীটাও। নদীর মাছগুলো কে অবশ্য আমি প্রশ্রয় দিয়ে পাহাড়ে ওঠার স্বপ্ন দেখিয়েছিলাম। সে স্বপ্ন যে কোনোদিন তাসের ঘরের মতো ভেঙে যেত, তা তারা জানত। তবু আমার আশ্রয়ে স্বপ্নের বিভোরতা কখনো ছেড়ে যেতে পারেনি। তা যায় হোক, আমার পাহাড়টা চাই। 

তুমি, আমার ভালোবাসাতে বানানো ঝর্ণাটাও নিয়ে নিতে পারো। সে আমার বড্ডো কাছের। সেই ঝর্ণা টা আমায় কষ্টের গ্লানি ধুইয়ে দিত। চোখের জল নিজের সাথে মিশিয়ে নিত। প্রতিবার এক শীতল ও স্নিগ্ধ অনুভূতির পরশ ছোঁয়াত। সেও তুমি নিয়ে নাও। 


আমার একটা পাহাড় দিও কিন্তু। আমি এক কোনায় বসে শেষ হয়ে ভালোবাসগুলোর অন্তিম দৃশ্য দেখবো আর পাহাড়ের প্রতিটি কোনায় বিচ্ছেদের চিৎকার ছড়িয়ে দেব। প্রতিদিন সেই শব্দ বাস্তবতার পাঠ নেবে। অনুভূতির বিচ্ছিন্নতা মিশিয়ে দেবে ভগ্ন হৃদয়ের সাথে। তাই তো আমার একটা পাহাড় চাই। 


আজ অনেকদিন হলো, পাহাড়টা আমার হয়েছে। এককোনে থেকে দেখেছি, স্বপ্নের লাশ সারি সারিভাবে দাঁড়িয়ে। ভালোবাসার তুফান আজ যেন ছুঁয়ে দেওয়া লজ্জাবতীর পাতায় রূপান্তরিত হয়েছে। ইচ্ছেগুলোর অহংকার আজ শীতের ঝরে যাওয়ার মতো ম্রিয়মান। আজও সেই স্বর অনুধাবিত হয় প্রতিক্ষণে সময়ের সাথে সাথে। 


সুমিত-২২




বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular