শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

বিন্ধুদেশের পরিযায়ী

আমি স্বপ্নের ফেরিওয়ালা হবো।

তোমার জন্য চিলেকোঠা নয়, হৃদয়ের সবটা দেব।

তুমি থেকে যেও, সবটা জুড়ে।

আমি শীতের হিমেল হাওয়া হবো।
চাদর মোড়া তোমাকে আলতো ভাবে ছুঁয়ে যাব, অনুভবের স্রোতে নিজেকে মিলিয়ে নেব ততক্ষনে।

আমি হ্যামিল্টনের বাঁশিওয়ালা হবো।
কষ্টের পারদকে নিমেষে মিশিয়ে দেব,
সমুদ্রের শেষ কিনারাতে।

আমি না হয় বটের মহীরুহ হবো
সব অভিযোগ আর বিরহের ভার,
সবুজ পাতা আর মৃদু হাওয়াতে ভরিয়ে দেব।

আমি পরিযায়ী পাখি হবো।
নিমেষে মিলিয়ে গিয়ে রূপকথার ছবিগুলো
তোমার জন্য উপহার দেব।

আমি সকালের শিউলির সুবাস হবো।
মুহূর্তে তোমার অগোছালো শরীর
এক পলকে অনুভূতির সহানুভূতি হবে।

আমি নদীঘাটের মাঝি হবো।
সময়ের সাথে তোমায় নিয়ে যাবো
পাড় ছাড়িয়ে নতুনের খোঁজে।

আমি বকফুলের মালা হবো।
হাত দিয়ে জড়িয়ে তোমার বক্ষে
মিষ্টির মোহময়ী রূপ সাজব।

এই বিশাল মনে, তোমার জন্য দেবদাস হবো।
তুমি পূর্ণিমার চাঁদ, একলা ঘরে মনের উদাসী হয়েই থেকো।

সুমিত


রবিবার, ৫ মার্চ, ২০২৩

একলা থাকায় যায়

 ||  একলা থাকা যায় কিন্তু ||


এই যে রাত্রের আকাশ ভরা চাঁদটাকে ঘরের কোন থেকে আজ সারারাত উপভোগ করবো। সেটার আনন্দ একলা থাকাতে অনেক বেশি বোঝা যায়।

তার চলে যাওয়াটা অবশ্যই কষ্টের ছিল বইকি। হঠাৎ বিচ্ছেদের সূচনা মরুভূমিতে বসবাস যাপনের মতোই কঠিন ছিল। বন্ধন তো আর মাকড়সার মতো নয়, যে নিমেষে নতুন জাল বুনে পুরানো জালের ইতিহাসকে ভুলে যাওয়া যায়। 

তবে একলা থাকা যায়। নদীর জলের স্রোতে যেমন কচুরিপানা নিরুপায় হয়ে স্রোতের গতিবেগ বয়ে যায় ঠিক বিপরীত ভাবে পাহাড় থেকে ক্ষত বিক্ষত হওয়া নুড়ি পাথর নিজের জোরে রুখে দাঁড়ায় বারবার। বুঝিয়ে দেয় একলা থাকা যায় 

 একলা থাকা যায়। বিকাল আর সুর্যাস্তের মধ্যে যেই সময়টুকু থাকে, সেই সময়টুকু শুধু বড্ড কষ্টের। বিজ্ঞানের এইখানেই এক সমস্যা, সমস্ত স্মৃতিকথা এই সময়েই ঠিক মস্তিষ্কের মধ্যখানে ধ্রুবতারার মতো বারবার উজ্জ্বলিত হতে থাকে। 

একলা থাকা যায়। অফিসের কম্পিউটারে বসে হয়তো অগোছালো মনে অস্বচ্ছ কাঁচের মতো তার কথা মনে আসে। হয়তো বা রাত্রে বাড়ির লোকেরা নিজের মতো কাজে ব্যস্ত, আমি তখন জানালার রেলিংয়ে বসে। নীচে রাস্তায় এক তরুণ তরুণী হাসি মজায় একে ওপরের হাত ধরে এগিয়ে চলেছে এটা দেখে আমিও আনমনা হয়। 

তবে একলা থাকা যায়।



বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular