সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩

 তোমা হতে দূরে

------------------------------

তব যাও ভিনদেশে সরে

বক্ষ জুড়িয়া হাহাকার করে,

তুমি তো ছিলে নিয়নের মধ্যরেখা

কি বা আসে যায়, ক্ষুদ্রের আর্তনাদ সখা। 

তুমি যাও দূরে, আমায় মরুভূমি দিয়ে

বৃক্ষের লালসিত মরীচিকা,

এক লহমায় ভেসে যায় আঁখি,

বুক ভরে কান্নায়, হাহাকার করে চাতক পাখি।

তুমি যাও ভিনদেশে সরে, বক্ষ জুড়িয়া হাহাকার করে।

 পথের ধারে

---------------------

অনেক কথা হলো,
এবার বিদায়ের সময় এসেছে।
ঝমঝমিয়ে বৃষ্টি এখন
অনেক শান্ত হয়েছে
পাখিদের কলরব বাঁধনহীন
মরুহৃদয়ের তাপমাত্রা কমিয়েছে।
তারারাও আবার জেগেছে
তাদের স্বমহিমায় উজ্জ্বলতার সাথে।
এই মৃদু হাওয়া এবার নিজেকে
শক্ত করতে পারবে, সেই একরাশ
ক্লান্তি এবারে মিলিয়ে যাবে
সমুদ্রের ওপারে।
অনেক হলো, এবারে
বিদায়ের সময় এসেছে।

বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular