বুধবার, ২০ মার্চ, ২০২৪

বসন্তের বিলাপ


শীত যাবে, বসন্ত আসিবে নীরবে।
তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে,
তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে,
রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে। 
বসন্ত যাবে গ্রীষ্ম আসে তীব্রতর স্বরে,
গাছ তার স্বরূপ হারায়
মাথা নত হয় কালবৈশাখীর জোরে,
তবু বৃক্ষ স্বপ্ন দেখে,
শান্ত ছায়ায় বসবে দুজন ক্লান্তির অবসরে।

প্রথম পর্ব

মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

পাহাড় আর আমার গল্পকথা

 পাহাড়ে যান মাঝে মাঝে!!

নিজেকে চেনার জন্য অবশ্যই পাহাড়ে যান। আমি বরাবরই পাহাড় ভালোবাসি। এর অনেক কারণ হতে পারে কিন্তু পাহাড়ে গেলে নিজেকে নিয়ে উপলব্ধি করতে পারি। ভাবতে পারি নিজের কাজকর্ম নিয়ে, নিজের গতিপ্রকৃতি নিয়ে। সমাজ আর প্রকৃতির রসায়ন বুঝতে পারি।


একবার পাহাড়ে যান। 

সূর্য ডোবার আগে সন্ধিক্ষণে বসে থাকুন পাহাড়ের গায়ে। চুপ করে বসে বসে দেখুন চারিদিক।।

দেখবেন, সব কিছু ক্ষণস্থায়ী। সব কিছু খুবই তুচ্ছ। 

প্রকৃতি এক বিশাল। প্রকৃতি এক অদ্ভুত মায়া।


সব কিছুই কত ছোট। পাহাড় থেকে রাজার রাজপ্রাসাদ ও ক্ষুদ্র দেখায়। আপনার আমার শখের জিনিসগুলো দেখায় যায় না। আসলে পাহাড় থেকে আপনার আমার অস্তিত্ব বোঝায় যায় না। তবু আমরা আমিত্ত্ব ছাড়ি না। 


একবার পাহাড়ে যান।

পাহাড়ের মানুষরাও সামান্য চাহিদা নিয়ে দিব্যি জীবনযাপন করছে। অথচ আমরা একটা ছোট বা সামান্য জিনিষ নিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করি। 


একবার পাহাড়ে যান!

জীবনের কতটুকু চাহিদা তা বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন। পাহাড়ের গায়ে সবজি চাষ করে, আর ঝর্ণার জল পান করে মানুষগুলো দিব্যি আছে। আর আমরা এত কিছু পেয়ে হাঁপিয়ে উঠছি!


অবশ্যই পাহাড়ে যান।

প্রেম, ত্যাগ, বিরহ, দুঃখ, কষ্ট, কান্না, ইচ্ছে, বাসনা, ভোগ, আবদার, আনন্দ, ভালোবাসা বুঝতে পারি। তাদের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে। আর কোনটা দরকার জীবনে তা বুঝতে শেখায়। 


মাঝে মাঝে পাহাড়ে যান।

আমি মনে করি জীবনের চলার রাস্তা হারিয়ে গেলে পাহাড়ে যান। পুনরায় জীবনের রাস্তার মোড়ে পৌঁছে দেয় এই অদ্ভুত মায়াময় প্রকৃতি। 


বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular