বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

খরস্রোতার অভিমান

আমি তারাদের দেখে

 স্বপ্ন বোনা শুরু করেছিলাম।

আমি খরস্রোতা নদী দেখে

বাস্তবতা বুঝেছিলাম।

আমি ঘন জঙ্গলের সৌন্দর্য দেখে

মনের দৃঢ়তা স্থাপন করেছিলাম।

পাহাড়ের গায়ে সোনালী রঙ দেখে

জীবনের সমীকরণ তৈরি করেছিলাম।

পাখিদের ব্যস্ততা, পিঁপড়েদের কর্মঠ 

জীবন দেখে বাস্তবতার অনুভূতি নিয়আমি একঘেয়ে জীবনকে দেখে 

তোমায় অনুভূতিতে বাঁচতে চেয়েছিলাম।

সকালের কাঁচা রোদে অলসতা ছেড়ে

প্ৰখরতার আঁচে নিজেকে রেখেছিলাম।

আমি সুন্দর বাস্তবের জগৎকে

তোমার আমার মধ্যে রাখতে চেয়েছিলাম

আমি শাপলা ফুলের মালাতে 

কোমল ভালোবাসা বুনেছিলাম। 

আজ আমি এখনো শরৎ সমগ্র পড়ি

সকালের নিশ্চুপ হাওয়ায়

আমি আজও ভাবুক হয়

তোমার হঠাৎ দূরে যাওয়ায়।।


বসন্তের বিলাপ

শীত যাবে, বসন্ত আসিবে নীরবে। তারপর ঝরাপাতা ঠাঁই হবে কুড়ানির ঘরে, তবু বৃক্ষ স্বপ্ন দেখে, বসন্তের বিকালে, রঙিন পাতা বিছিয়ে দেবে, প্রেমিকার তরে...

Popular